রোহিঙ্গা ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: বিএনপি

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা)রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ যথেষ্ট নয় এবং এই পরিস্থিতি সামলানোর জন্য জাতীয় ঐক্য সৃষ্টি করা জরুরি বলে মনে করছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। সোমবার (২৩ অক্টোবর) রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ প্রস্তাব গৃহীত হয়।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সংবাদ সম্মেলন করে এ প্রস্তাব দেওয়ার কথা ছিল। তবে দলটির নেতা এম কে আনোয়ার মারা যাওয়ায় তা বাতিল হয়। পরে দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে স্থায়ী কমিটির প্রস্তাবগুলো গণমাধ্যমে জানানো হয়।  

সোমবার রাতে স্থায়ী কমিটির সভায় গৃহীত প্রস্তাবের মধ্যে রয়েছে, বিতাড়িত রোহিঙ্গা অসহায় শিশু, নারী, পুরুষদের সাময়িকভাবে আশ্রয়, খাদ্য ও চিকিৎসা দিতে সরকারের প্রতি আহ্বান জানানো। এই কাজে জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার আহ্বান জানাতে সরকারকে চাপ দেওয়া। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশ মিয়ানমারে নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার সরকারকে বাধ্য করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের আহ্বান।  প্রয়োজনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে বলা।

সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খালেদা জিয়া। সেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন  সরকার, তরিকুল ইসলাম, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অনেকে।

স্থায়ী কমিটির সভায় চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়। সরকারের ‘ভ্রান্তনীতিকে’ এই মূল্য বৃদ্ধির জন্য দায়ী করে অবিলম্বে মূল্যহ্রাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

আরও পড়ুন- আগামী সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন খালেদা জিয়া