বিএনপি নেতা শামসুজ্জামান দুদু কারামুক্ত

কারামুক্তির পর জেলগেটে ফুল দিয়ে শামসুজ্জামান দুদুকে অভিনন্দন জানান নেতাকর্মীরাজামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। বুধবার (৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি। মুক্তির পাওয়ার পর শামসুজ্জামান দুদু নিজেই বাংলা ট্রিবিউনকে তার মুক্তি পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
রাজধানীর রমনা থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করা হয়েছিল। গত ১ এপ্রিল ওই মামলায় তাকে জামিন দেন আদালত।
শামসুজ্জামান দুদু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (বুধবার) দুপুর ৩টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছি। এখন বাসায় আছি।’
শামসুজ্জামান দুদুকে জেলগেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কৃষক দলের সহ-সভাপতি আলহাজ নাজিম উদ্দীন মাস্টার, সহ-দফতর সম্পাদক এসকে সাদী, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলিম হোসেন, অধ্যক্ষ সেলিম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালতে সাজা পেয়ে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে সেগুনবাগিচা থেকে পুলিশ গ্রেফতার করে শামসুজ্জামান দুদুকে। এর আগে, গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে ওই একই মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীর রমনা থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়। দুদকে আটক করার পর ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
আরও পড়ুন-
জিডিপি প্রবৃদ্ধির ঘোষণা চাপাবাজি: রিজভী
কেউ অসুস্থ হলেই দল অচল হয়ে যায় না: এমাজউদ্দীন আহমদ