খালেদা জিয়া যেকোনও মুহূর্তে প্যারালাইজড হয়ে যেতে পারেন: মির্জা ফখরুল

খালেদা জিয়া (ফাইল ছবি)বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেকোনও মুহূর্তে প্যারালাইজড হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১৭ জুন) সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘গতকাল (১৬ জুন) কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দেখা করেছেন। তার শরীরের অবস্থা আগের চেয়ে অনেক নাজুক। তিনি একা হাঁটতে পারছেন না। আমরা আজকের মধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নেওয়ার দাবি জানাচ্ছি।’

বিরোধী দলের এই নেতার মন্তব্য, ‘জনগণকে বিভ্রান্ত করতে বলা হচ্ছে, খালেদা জিয়াকে পিজিতে পাঠানো হবে, সেখানে ভালো মানের চিকিৎসক আছে। আবার বলা হচ্ছে সিএমএইচে পাঠানো হবে। সিএমএইচ হাসপাতালে রাজনৈতিক কারণে ভর্তি নেয় না। সরকারের মনোভাব খালেদা জিয়াকে চিকিৎসা না দেওয়া।’

কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) খালেদা জিয়াকে চিকিৎসার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেই বলেছি, খালেদা জিয়া সিএমএইচে যাবেন না। অনেকে বলাবলি করছেন, খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালেই কেন ভর্তি করা দরকার? আমার এজন্য সেখানকার কথা বলছি, কারণ আমাদের আস্থাটা ওখানে। রোগীর যে চিকিৎসকের ওপর আস্থা থাকে তার কাছেই যায়। আমার মনে করি, ইউনাইটেডে গেলে খালেদা জিয়ার উত্তম চিকিৎসা হবে।’
01

বিএনপির মহাসচিবের দাবি, ‘খালেদা জিয়াকে যেভাবে নিঃসঙ্গ রাখা হয়েছে তা মানবাধিকার ও জেল কোডের বিপক্ষে। একজন বন্দিকে নির্জনভাবে রাখা যায় না, এটা বেআইনি। জেল কোডে কোথাও বলা নেই যে, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া যাবে না। খালেদা জিয়া সরকারের কাস্টডিতে আছেন। বিনা চিকিৎসায় তার কিছু হয়ে গেলে সেই দায় সরকারকেই নিতে হবে।’

ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা যদি বন্দি অবস্থায় স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিতে পারেন, প্যারোলে বিদেশে যাওয়ার সুযোগ পান, মোহাম্মদ নাসিম ও জলিল সাহেব যদি কয়েদি অবস্থায় ল্যাব এইডে চিকিৎসা সেবা নিতে পারেন, তাহলে আমাদের দেশনেত্রীকে ইউনাইটেডে যেতে দেবেন না কেন, কারণ কী? কারণ একটাই, আপনারা তার ক্ষতি করতে চান। তার জীবন বিপন্ন করতে চান। সেই কারণে আপনারা এই পথ বেঁচে নিয়েছেন।’
রবিবার সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিবের ভাষ্য, ‘খালেদা জিয়া জনগণের সম্পদ, জনগণের নেত্রী। তার জীবনের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমরা আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করবো। জনগণই খালেদা জিয়াকে মুক্ত করবে। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করবো, গণতন্ত্রকেও মুক্ত করবো।’
সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেনসহ অনেকে।