‘দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটিতে শাজাহান খানকে আহ্বায়ক করা হাস্যকর’

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি)বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে সড়ক পরিবহন ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ জাতীয় কমিটিতে শাজাহান খানকে আহ্বায়ক করা  রীতিমতো হাস্যকর।’

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘এই শ্রমিক নেতার (শাজাহান খান) কারণেই সড়কে যত প্রাণহানি ও বিশৃঙ্খলা ঘটেছে। যখনই সড়কের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা নিয়ে আন্দোলন হয়েছে তখনই তিনি বাধা দিয়েছেন। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির জন্য এই নেতা অনেকাংশে দায়ী। কাজেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে যে কমিটি গঠিত হয়েছে তা জাতির সঙ্গে তামাশা মাত্র।’

সংবাদ সম্মেলনে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে কয়েকটি কর্মসূচির ঘোষণা করেন তিনি। রিজভী জানান,  শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে ২০ ফেব্রুয়ারি বেলা ২টায় ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে  আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  এছাড়া ভোর ৬ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

এছাড়া মহান শহীদ দিবস উপলক্ষে সারাদেশে দলের বিভিন্ন ইউনিট স্থানীয় ব্যবস্থায় ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা করবে বলেও তিনি জানান।