খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়: মোশাররফ

01

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ বারবার বাকশাল প্রতিষ্ঠা করেছে। পক্ষান্তরে বিএনপি দুইবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে প্রথম গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তাই এবারও আমাদের সবার পবিত্র দায়িত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তবে খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাকে মুক্ত করে তার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’
মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাদের আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘বর্তমান সংসদের মাত্র দুইজন সদস্য ছাড়া কেউই নির্বাচিত নন। সবাই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। সংবিধানে বলা আছে, নির্বাচিত সংসদ সদস্যরা দেশ পরিচালনা করবেন। কিন্তু এখন দেশ পরিচালনা করছেন মনোনীত প্রার্থীরা। এই মনোনীতদের দিয়ে সরকার এখন অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করেছে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে স্মরণসভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবীব, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ অনেকেই বক্তব্য রাখেন।