‘খালেদা জিয়াকে আজীবন জেলে রাখার প্রতিজ্ঞা বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী’


সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ফাইল ছবিপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে আজীবন জেলে রাখার প্রতিজ্ঞা বাস্তবায়ন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২০ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে শুধু  প্রতিহিংসা ও জিঘাংসা চরিতার্থ করতে বন্দি রেখেছেন বর্তমান সরকার প্রধান। তিনি ঘোষণা দিয়েই তাকে আজীবন জেলে রাখার প্রতিজ্ঞা বাস্তবায়ন করছেন। যা বাংলাদেশের প্রতিটি মানুষ জেনে গেছে। আইনি প্রক্রিয়া ও প্রশাসনকে আঁচল বন্দি করে জেলে অমানবিক কায়দায় তিলে তিলে কষ্ট দিয়ে তাকে প্রাণনাশের নীলনকশা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছেন প্রধানমন্ত্রী।’
বিএনপির এই নেতা বলেন, ‘গণতন্ত্রের অনুপস্থিতিতে জবাবদিহিতার টেকসই নীতি নেই বলেই লুটপাটের নীতিই প্রাধান্য বিস্তার করেছে। এজন্য ঋণখেলাপিদের আরও ঋণ দেওয়া হচ্ছে। আর মধ্যরাতের ভোটের সহায়তাকারীদের বিনা সুদে গাড়ি বাড়ি কেনার ঋণ দেওয়া হচ্ছে। তাই দুর্নীতির মাধ্যমে পকেট ভারী করাই হচ্ছে সরকারের উন্নয়নের ভেতরের কাহিনি।’
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, অ্যাডভোকেট আহমেদ আযম খান, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।