নির্বাচন প্রত্যাখ্যান করে মানববন্ধন কর্মসূচি ঘোষণা সালাহউদ্দিনের

33

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান ও পুনরায় নির্বাচন দাবি করেছে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। একইসঙ্গে নির্বাচনে অনিয়মের অভিযোগ রবিবার (১৮ অক্টোবর) বেলা ২টায় ঢাকা-৫ সংসদীয় আসনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনের শুরুতে আওয়ামী লীগের লোকজন ও বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভোটকেন্দ্র দখল, ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন সালাহউদ্দিন।

তিনি বলেন, ‘বরাবরের নির্বাচনের মতো আওয়ামী লীগ এই নির্বাচনেও কারচুপির করেছে। তারা ভোটারদের থেকে আঙুলের চাপ নিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে দিয়েছে।’

সরকার ও নির্বাচন কমিশনারের পদত্যাগ চেয়ে সালাহউদ্দিন বলেন, ‘নির্বাচনে বিভিন্ন স্কুল কেন্দ্রে ধানের শীষের নারী পোলিং এজেন্টদের আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্লীলতাহানি করেছে। এজেন্টদের মোবাইল ও অর্থ রেখে দিয়েছে। বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। পুলিশও নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছে।’

প্রসঙ্গত, রাজধানীর পূর্বাংশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৫ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ছয় প্রার্থী। মূল লড়াই হয় আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু ও বিএনপির সালাহউদ্দিন আহমেদের মধ্যে। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন। এ আসনে ১৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

 

আরও পড়ুন: 

পুনর্নির্বাচন চান সালাহউদ্দিন
নির্বাচনে কোথাও কোনও অসুবিধার সৃষ্টি হয়নি: সিইসি

নজিরবিহীন নির্বাচন হবে: মনু