পৌর নির্বাচন রক্তপাত ও ডাকাতির নির্বাচন: রিজভী

রুহুল কবির রিজভী (ফাইল ছবি)দেশব্যাপী অনুষ্ঠিত ২৪টি পৌর নির্বাচনে আগের মতোই রক্তপাত ও ডাকাতি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা অধিকাংশ পৌর নির্বাচনি এলাকায় তাণ্ডবলীলা চালাচ্ছে। সরকারের হার্ড হিটিং ইমেজ বজায় রাখতে ভোটারসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণ চলছে বেপরোয়াভাবে।’

সংবাদ সম্মেলনে রিজভী জানান, খুলনার চালনা, পঞ্চগড়, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, কুষ্টিয়ার খোকসা, ময়মনসিংহ জেলাধীন গফরগাঁও, মানিকগঞ্জে সদর পৌর নির্বাচনে, নারায়ণগঞ্জ জেলাধীন রুপগঞ্জ উপজেলার তারাবোসহ অন্যান্য স্থানে সরকার সমর্থিত প্রার্থীদের সমর্থকরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এসব এলাকায় ভোটকেন্দ্র থেকে দলীয় এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও করেন রিজভী।