প্রস্তাবিত বাজেটের শিরোনামেই ভাঁওতাবাজি পরিষ্কার: বিএনপি

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে ভাঁওতাবাজি পরিষ্কার ও তা ব্যর্থ হবে বলে মনে করে বিএনপি। দলটি জানিয়েছে, ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের প্রতিপাদ্য শব্দমালার মধ্যেই এবারের বাজেটের ভাঁওতাবাজি পরিষ্কার। শুক্রবার (৪ জুন) গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাজেট-পরবর্তী দলীয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অর্থমন্ত্রী ব্যবসা বোঝেন, অর্থনীতি কতটা বোঝেন: মির্জা ফখরুল


তিনি বলেন, ‘ঘোষিত ঢাউস সাইজের সংখ্যাতাত্ত্বিক এই বাজেটে সামাজিক সুরক্ষার বিষয়টা অনুপস্থিত। তাই বিএনপি মনে করে, এই বাজেটে মহামারিকালে মানুষের জীবন-জীবিকায় স্বাভাবিক গতি ফিরে পেতে ও বেঁচে থাকার নিশ্চয়তায় চলমান স্বাস্থ্য পরিকল্পনার গ্রহণের ক্ষেত্রে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

ধার-দেনার বাজেট: মঈন খান

মির্জা ফখরুল বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জীবন গত ১৮ মাস যাবৎ অচল। এরমধ্যে অপরিকল্পিত লকডাউনের নামে শাটডাউনে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষদের জীবন চূড়ান্ত রকমে থমকে গেছে। তাই সুস্পষ্টভাবে মানুষের জীবন-জীবিকার কথা মাথায় না রেখে কেবল অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত জনগণের সঙ্গে এক ধরনের ভাঁওতাবাজি করা হয়েছে।’

প্রস্তাবিত বাজেটে যত ত্রুটি দেখছে রাজনৈতিক দলগুলো

‘সবচেয়ে বড় কথা, এই বাজেটেও স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতকে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়নি’ উল্লেখ করে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘অথচ এই মুহূর্তে মানুষের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

স্বজনতোষণের বাজেট : আমীর খসরু


ছবি: নাসিরুল ইসলাম