খেলাফত মজলিসের জোটত্যাগ

যেকোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে: মির্জা ফখরুল

বিএনপি নেতৃত্বাধীন জোট ছেড়ে খেলাফত মজলিসের চলে যাওয়ার ঘোষণায় ‘মন্তব্যের’ কিছু নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১ অক্টোবর) বিকাল পাঁচটার দিকে তিনি স্বল্প কথায় নিজের প্রতিক্রিয়া জানান।

মজলিসের জোটত্যাগ নিয়ে বিএনপির মহাসচিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা একটি রাজনৈতিক দল। তাদের যেকোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে।’

মির্জা ফখরুল নিজের মন্তব্যে যোগ করেন, ‘তারা যা ভালো মনে করেছে, সেটাই করেছে। এ নিয়ে আমার মন্তব্য করার কিছু নেই। এটা তাদের সিদ্ধান্ত।’

শুক্রবার বিকাল সোয়া সাড়ে চারটার দিকে পুরানা পল্টনে এক বিফ্রিংয়ে খেলাফত মজলিসের আমির বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগের ঘোষণা দেন। এর আগে একই জোট ছেড়েছে জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্যজোটসহ আরও কয়েকটি দল।