‘একটি শিশু জন্ম নিচ্ছে ৯৮ হাজার টাকার ঋণ নিয়ে’

বর্তমান সরকারের উন্নয়নের প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আজ যে শিশুটি জন্মলাভ করছে, সে ৯৮ হাজার টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে। এতে করে ঋণের মাইলফলক হবে।’

রবিবার (৯ জানুয়ারি) রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক সভায় রিজভী আহমেদ এ কথা বলেন। ‘প্রয়াত জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের আত্মার মাগফিরাত কামনায়’ এ সভাটি হয়।

রিজভী বলেন, ‘গত পরশু প্রধানমন্ত্রী বলেছেন, ২০২২ সাল হবে উন্নয়নের মাইলফলক। আমি বলতে চাই এই উন্নয়নের ধারায় দেশ ও জনগণ আরও কত প্রতারিত হবে? আর কত নিঃস্ব হবে?’

সংগঠনের আহবায়ক ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।