চলতে গেলে কখনও হোঁচট খেয়ে পথে বসতে হয়: গয়েশ্বর

বিএনপি স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা যদি জিয়াউর রহমানের পথে চলতে পারি তাহলে লক্ষ্যে পৌঁছাবো। হতাশার কিছু নাই। পথ চলতে গেলে কখনো হোঁচট খেয়ে পথে বসে পড়তে হয়। কিন্তু বসে থাকলে চলবে না। উঠে দাঁড়িয়ে পথ চলতে হবে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এই সভার আয়োজন করে।

গয়েশ্বর বলেন, জিয়াউর রহমান মিতব্যয়ী ছিলেন বলে তার গুলশানে কোনও বাড়ি ছিল না। তিনি সততার মধ্য দিয়ে পরিবারকে সেই পথটা দেখাতে পেরেছেন। সেই কারণে খালেদা জিয়া বিতাড়িত হয়েছিলেন জনগণের বাড়ি থেকে। যেহেতু জিয়াউর রহমান তাদের জন্য কোনও আশ্রয় রেখে যেতে পারেননি তাই খালেদা জিয়া ভাড়াটিয়া হয়েছেন। 

বিএনপির এই স্থায়ী সদস্য বলেন, জিয়াউর রহমান বলতেন সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য। নানা পথ থাকবে, নানা মত থাকবে। আর এগুলো যদি না থাকে তাহলে বহুদল থাকবে কী করে?

তিনি আরও বলেন, আমরা ন্যাশনাল ইন্টারেস্ট বুঝি না। আমরা কখনও দলীয় স্বার্থের বাইরে কিছু করতে চাই না এটা আমাদের জাতিগত সমস্যা। 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সদস্য এম এ লতিফ খান, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন যুগ্ম আহবায়ক লিয়াকত আলি।