মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ

মির্জা আব্বাসবিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ করা হয়েছে। রবিবার মহানগর দায়রা জজ কামরুল হোসেনের আদালত এই জামিনের আবেদন নাকচ করেছেন।
পল্টন ও মতিঝিল থানায় নাশকতার দুটি মামলায়, মির্জা আব্বাসের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদীন মেসবাহ জামিনের আবেদন করেন।
এর আগে গত ৬ জানুয়ারি মূখ্য মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মির্জা আব্বাস। আদালত তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
২০১৪ সালের ২৯ ডিসেম্বর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) আব্দুল মালেক ৪৩ জনের বিরুদ্ধে বাদি হয়ে মামলা দায়ের করেন।
মতিঝিল থানায় ২০১৫ সালের ১৫ জানুয়ারি নাশকতার অভিযোগে পুলিশ উপ পরিদর্শক সুমন চন্দ্র নাথ বাদি হয়ে ৮১ জনের বিরুদ্ধে এই মামলা করেন।

দুটি মামলায়ই মির্জা আব্বাসকে অভিযুক্ত করা হয়।

/টিএইচ/এনএস/পিএইচ/