আমরা আর মিছিল-মিটিংয়ের অনুমতি নেবো না: মির্জা আব্বাস

ঈদ পুনর্মিলন উৎসবে বিএনপি নেতাদের ওপর হামলাকারীরাই উল্টো উত্তম-মাধ্যম খেয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘প্রতিরোধ শুরু হয়ে গেছে। আপনি বললেন, মিটিং-মিছিলে বাধা দেবেন না। কিন্ত এখনও মিটিং-মিছিল করতে অনুমতি নিতে হয়। আমাদের পার্টি অফিসের সামনে মিছিল করতে দেয় না। এগুলো কিসের আলামত। সময় এসেছে, আমরা আর মিছিল-মিটিংয়ের অনুমতি নেবো না।’

বৃহস্পতিবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন রাজনৈতিক কর্মকাণ্ডে কোনোরকম বাধা দেওয়া হবে না। এর পরের দিনই আমাদের নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের বাড়িতে হামলা করা হলো ঈদ পুনর্মিলন উৎসবে। এরপর ঈদ পুনর্মিলন উৎসবে দেশের ১০-১২টি জায়গায় হামলা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলার পরে এসব ঘটনা কী করে ঘটে।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, সেটা আওয়ামী লীগের জন্য স্বাভাবিক। আওয়ামী লীগ গুম-খুন-রাহাজানি ছাড়া কিছুই বোঝে না। কিন্তু বিএনপি এসবের বাইরে। হত্যা-গুম-রাহাজানির মধ্য বিএনপি নেই। মিথ্যার মধ্যে বিএনপি নেই।’

সমাবেশে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি আমাকে রক্ষার জন্য লাঠি ধরতে পারি, সে অধিকার আমার আছে। সেই কারণে সবকিছু মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। শুধু স্লোগান আর বক্তৃতায় টেলিভিশনের সামনে ছবি তোলা বন্ধ করুন, কাজের কাজটা করুন।’

ঢাকা উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।