বিএনপিকে ক্ষমতায় আনতে কারও সহযোগিতার প্রয়োজন নেই: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য যুক্তরাষ্ট্র, ভারত কারও সহযোগিতার প্রয়োজন নেই। তবে জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
রবিবার (২৯ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ও জাতীয় স্বার্থ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ইভিএম বাতিল, নির্বাচন কমিশন বাতিল, সরকারের পদত্যাগসহ বিভিন্ন শর্ত পূরণ করলে বিএনপি নির্বাচনে যাবে। বর্তমান সরকার ও শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচনে যাবো না।'
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফারুক পাটোয়ারী, জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ।