বাসায় ফিরলেন খালেদা জিয়া

রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি গুলশান-২ এর বাসা ফিরোজায় প্রবেশ করেন। তার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে আজ বিকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন করেন তার চিকিৎসক দলের সদস্যরা। এসময় খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক দলের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. এজেড জাহিদ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘তিনি পুরোপুরি সুস্থ না। তিনি অসুস্থ, হার্টে দুইটা ব্লক এখনও রয়ে গেছে।’

একই তথ্য দিয়ে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া প্রয়োজন।

৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বুকে ব্যথার কারণে গত ১০ জুন (শুক্রবার) গভীর রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ জুন দুপুর থেকে ওই হাসপাতালের কেবিনে মেডিক্যাল বোর্ডের অধীনে পর্যবেক্ষণে আছেন তিনি।

আরও পড়ুন:

সন্ধ্যায় বাসায় নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে