পদ্মা সেতু আর বিএনপি নিয়েই বেশি আলোচনা: রুমিন ফারহানা

চলতি অধিবেশনকে বাজেট অধিবেশন না বলে ‘পদ্মা অধিবেশন’ বা ‘বিএনপি অধিবেশন’ নামকরণের কথা বলেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, চলতি বাজেট অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা না হয়ে পদ্মা সেতু, খালেদা জিয়া ও বিএনপিকে নিয়েই বেশি আলোচনা হয়েছে।

বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের অর্থবিলের সংশোধনী প্রস্তাবের ওপর দেওয়া বক্তব্যের সময় এ কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘এই বাজেট অধিবেশনে ১০ শতাংশ সময় বাজেট নিয়ে ব্যয় করা হয়। আর ৯০ শতাংশ সময় ব্যয় হয়েছে পদ্মা সেতু নিয়ে আলোচনায় এবং বিএনপির সমালোচনায়।’

দেশের অর্থনীতিতে সামষ্টিক সমস্যা মূল্যস্ফীতি জানিয়ে তিনি বলেন, আমদানি-রফতানিতে ভারসাম্যহীনতা, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমতে থাকা; এ বিষয়গুলোতে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা আমরা পাইনি।

করোনায় দারিদ্র্যসীমার নিচে কত শতাংশ মানুষ গেছে সেই হিসাব সরকারের কাছে নেই বলে জানান রুমিন। স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে জিডিপি অনুপাতে বরাদ্দ কমেছে বলেও জানান তিনি।

বাজেটে অদ্ভুত বিষয় যোগ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সব সময় কালো টাকা সাদা করতে গিয়ে নানা সমালোচনায় অর্থমন্ত্রীদের পড়তে হয়। এবার অর্থমন্ত্রী সেই পথে হাঁটেননি। তিনি টাকা পাচারকেই বৈধতা দিয়েছেন। যাতে লুটপাটের টাকা বিদেশে পাচার করে ৭ শতাংশ থেকে ১৫ শতাংশ হারে কর দিয়ে হাত ধুয়ে ফেলা যায়। পাচারকারীরাতো দেশে ফেরত আনার জন্য পাচার করে না। এই সুযোগের মাধ্যমে তারা আরও নিশ্চিন্ত হবেন।