ঢামেক মর্গে ভোলা ছাত্রদল নেতার লাশ

গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে আনা হয়েছে। বৃহস্পতিবার তার ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. মাকসুদ।

৩১ জুলাই ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হন জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম। ৩ আগস্ট ঢাকার কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দু’জনের মৃত্যু হলো।

সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩১ জুলাই ভোলায় বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। তবে পুলিশ এতে বাধা দেওয়ায় সংঘর্ষ বাধে। এতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম প্রাণ হারান। এ ঘটনায় পুলিশ এবং বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। যার মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা।

সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা চার শতাধিক নেতাকর্মীর নামে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, ওই ঘটনায় আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোলায় সকাল সন্ধ্যা হরতাল পালন করছেন বিএনপির নেতাকর্মীরা।