নুরে আলমের জানাজা অনুষ্ঠিত, ৪ দিনের কর্মসূচি

৩১ জুলাই পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নুরে আলমের নিহতের প্রতিবাদে চার দিনের কর্মসূচি ঘোষণা করেন।

ফখরুল জানান, আগামী ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত শোক পালনের জন্য বিএনপি সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করবে। ৬ আগস্ট ছাত্রদল ঢাকায় সমাবেশ করবে, ৭ আগস্ট কৃষক দল এবং ৮ আগস্ট যুবদলের উদ্যোগে সমাবেশ হবে।

জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পিতার কাঁধে পুত্রের লাশ। এর চেয়ে যন্ত্রণার কিছু নেই। আমাদের ছেলে নুরে আলম ভোলা জেলা ছাত্রদলের সভাপতি। তাকে গুলি করে হত্যা করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী। গুলি করে হত্যা করেছে স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিমকে। আরও ১৯ জন ঢাকা ও বরিশাল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’

জানাজায় অংশ নেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।