আ.লীগের একটা অংশ বে‌হেশ‌তে আছে: দুদু

আওয়ামী লীগের একটা অংশ বে‌হেশ‌তে আছে মন্তব্য করে বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 'আওয়ামী লীগের একটা অংশ, সবাই না অর্ধেক বা ২০ ভাগ— যারা আওয়ামী লীগ করে দুর্নীতি-লুটপাট করে খাচ্ছে, তারা বেহেশতে আছে। বাকি আওয়ামী লীগ যারা খেটে খায় তারাসহ দেশের বাকি জনগণ ভয়ংকর কষ্টে আছে।’

শনিবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আ‌য়ো‌জিত মানববন্ধ‌নে তি‌নি এ কথা ব‌লেন।

শামসুজ্জামান দুদু ব‌লে‌ন, ‘দে‌শে এমন কোনও নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাই— যার দাম বাড়েনি। দেশের জনগণ কষ্টে আছে। এরকম অবস্থায় জনগণের সাথে মশকরা করে যারা বলে— দেশের মানুষ বেহেশতে আছে, তাদের সুস্থতা নিয়ে প্রশ্ন তোলাই যায়।'

তিনি বলেন, 'এমন কোনও নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাই— যার দাম বাড়েনি। এর আগের দাম বৃদ্ধি ও বর্তমান দাম বৃদ্ধি মিলে কোনও কোনও জিনিসের দাম ২০০ গুণ বেড়েছে।'

তিনি আরও বলেন, 'সঠিক নির্বাচন হলে বোঝা যেতো— আওয়ামী লীগ দল কতটা অজনপ্রিয় কিন্তু দেশে তো নির্বাচন নাই।'

এসময় দেশের অবস্থার পরিবর্তনের জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহবান জানান শামসুজ্জামান দুদু।