সমাবেশে অসুস্থ হয়ে মারা গেলেন বিএনপি কর্মী

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে মাহমুদুর রহমান (৫৭) নামে এক কর্মী স্ট্রোক করে অসুস্থ হয়ে মারা গেছেন। শুক্রবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত মাহমুদুর রহমান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

এ বিষয়ে মাহমুদুরের বন্ধু আক্তার হোসেন বলেন, মাহমুদুর বিএনপির সমাবেশে অংশ নিয়েছিলেন। প্রচণ্ড গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তার স্ট্রোক হয়েছে বলে মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মাহমুদুরের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টা ৮ মিনিটে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি আয়োজিত মহাসমাবেশ শুরু হয়।

মহাসমাবেশ কেন্দ্র করে আজ সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন। নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর উত্তর দিকে, পুরানা পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় থেকে মতিঝিলের দিকেও জমায়েত ছড়িয়ে গেছে। ঢাকাসহ ঢাকার বাইরের জেলাগুলো থেকেও নেতাকর্মীরা এসেছেন।