আসবে ‘শান্তিপূর্ণ ঘেরাও’ কর্মসূচি 

শনিবার যেসব স্থানে বিরোধী দলগুলোর ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচি

ঢাকার সব প্রবেশমুখে ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচি ডেকেছে বিএনপি ও যুগপতে যুক্ত ৩৬টি দল। শনিবার (২৯ জুলাই) ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখ মিলিয়ে অন্তত ১৫টি স্থানে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে এই দলগুলো। সংশ্লিষ্টরা জানিয়েছে, শনিবারের এই কর্মসূচি থেকে আরও নতুন কর্মসূচির ঘোষণা আসবে; যা পালন করা হবে রবিবার (৩০ জুলাই)। সেক্ষেত্রে পরবর্তী, অর্থাৎ রবিবারের ‘শান্তিপূর্ণ সচিবালয় ঘেরাও’সহ নানা ধরনের কর্মসূচির ঘোষণা আসবে। তবে ‘শান্তিপূর্ণ অবস্থানে’ বাধা দিলে কর্মসূচির ধরনে পরিবর্তন আসতে পারে। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি হবে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির পৃথক ব্যানারে। এরমধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির ব্যানারে উত্তরা বিএনএস সেন্টারের উল্টো দিকে রাস্তার পূর্ব পাশে ও গাবতলী এস এ খালেক তেলের পাম্পের সামনে। আর ঢাকা দক্ষিণ বিএনপির ব্যানারে নয়া বাজার বিএনপি অফিসের সামনে ও যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার থেকে নেমে চট্টগ্রাম রোড দনিয়া কলেজ সংলগ্ন কর্মসূচি পালন করা হবে।

এছাড়াও গণঅধিকার পরিষদ (নুর-রাশেদ) উত্তর আজমপুর ওভার ব্রিজ ও চট্টগ্রাম রোডের শনির আঁখড়া ওভারব্রিজ সংলগ্ন জায়গায় অবস্থান নেবে বলেও জানান বিএনপির এই নেতা।

এদিকে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি জানান, গণতন্ত্র মঞ্চ মিরপুর মাজার রোডে অবস্থান কর্মসূচি পালন করবে। 

এছাড়া, গণফোরাম ও পিপলস পার্টি মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বরে অবস্থান নেবে এবং জাতীয়তাবাদী সমমনা জোট করবে চট্টগ্রাম রোড সাইনবোর্ড পার হওয়ার আগে।

১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা জানান, তাদের ১২ দলীয় জোটের উদ্যোগে চিটাগাং রোডের দনিয়া কলেজ সংলগ্ন অবস্থান কর্মসূচি পালিত হবে। 

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, তাদের দল তিনটি স্থানে অবস্থান করবে। সেগুলো হচ্ছে, উত্তরা আজমপুর বাস স্টেশন সংলগ্ন, গাবতলী টেকনিক্যাল মোড় এবং যাত্রাবাড়ী মোড়।

এনডিএম যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন উল্লেখ করেন, শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানী ঢাকার প্রবেশমুখ সাইনবোর্ড প্রধান সড়কে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করবে এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং দলের সব সহযোগী সংগঠন। এতে উপস্থিত থাকবেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। 

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু জানান, চলমান এক দফা আন্দোলনের প্রতি সংহতি ও সরকার পতনের দ্বিতীয় আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শনিবার ‘না মিছিল’ করবে তার দল। সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরে এ কর্মসূচি পালন করা হবে।

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, শনিবারের কর্মসূচি থেকে রবিবার থেকে টানা কর্মসূচি আসবে। 

কোনও-কোনও নেতার ভাষ্য, আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে সরকারকে দাবি আদায়ে বাধ্য করতে চান তারা। তবে শেষ পর্যন্ত ‘প্রশাসন ও সরকারের আচরণ কী দাঁড়ায়’— সেদিকেও নজরদারি রয়েছে বলে জানান নেতারা। এ বিষয়ে মঞ্চের নেতা সাইফুল হক বলেন, ‘শনিবার নতুন কর্মসূচি আসবে। আমরা আলোচনা করে ঠিক করবো। কাল জানা যাবে।’