উত্তরায় সংঘর্ষ শেষে এলেন বিএনপির প্রধান অতিথি 

ঢাকার অন্যতম প্রবেশপথ উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ শেষে বিএনপির আট কর্মীকে আটক করেছে পুলিশ। 

উত্তরায় বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের উপস্থিত থাকার কথা ছিল। তবে তিনি উপস্থিত হয়েছেন সংঘর্ষের শেষে। এ সময় এলাকায় থমথমে পরিবেশ দেখে ৯ নম্বর রোডে একটি বেসরকারি টিভিকে সাক্ষাৎকার দিয়ে সেখান থেকে চলে যান তিনি। 

এ সময় আবদুল মঈন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দফায় দফায় আমাদের ওপর হামলা চালিয়েছে।’

পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানান, ‘বিএনপি এখানে অবস্থান কর্মসূচি পালন করার জন্য অনুমতি নেয়নি। মানুষের যাতে ভোগান্তি না হয় সেজন্য পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।’