বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু উপার্জন বাড়ছে না। এ কারণে প্রতিদিন আমাদের কষ্ট বাড়ছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে অনুষ্ঠিত জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশনে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘এমন অবস্থায় শ্রমজীবী মানুষের সামনে পরিবর্তনের বিকল্প নাই। আমরা এটাও বিশ্বাস করি, শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও সরকার তাদের কোনোকিছুতে গুরুত্ব দেয় না। এ কারণে শ্রমজীবী মানুষরা তাদের অধিকার আদায়ের জন্য লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছেন।’
তিনি বলেন, ‘এই সরকার নড়বড় করছে! দেশে-বিদেশে কোথাও কোনও জায়গা পাচ্ছে না! একটা জোরে ধাক্কা দিলেই সরকারের পতন হবে। এ দেশের রাজনীতিতে কোনও বড় ধাক্কা হয় নাই, যতক্ষণ পর্যন্ত ছাত্র ও শ্রমিকরা সেখানে যুক্ত না হয়েছে।’
কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন শ্রমিক কর্মচারী কনভেনশন আয়োজক কমিটির সমন্বয়ক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস।