X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করতে বিএনপির কর্মসূচি শুরু শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৫, ২১:৪০আপডেট : ০৮ মে ২০২৫, ২২:১১

বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও নীতি প্রণয়ন প্রক্রিয়ায় তরুণদের যুক্ত করার লক্ষ্যে দলটি আজ (৮ মে) মাসব্যাপী কর্মসূচি শুরু করছে।

আগামীকাল শুক্রবার (৯ মে) চট্টগ্রামের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম সেমিনার দিয়ে শুরু হচ্ছে এই কর্মসূচি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে এই কর্মসূচি যৌথভাবে আয়োজন করছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এই কর্মসূচির আওতায় ধারাবাহিকভাবে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি আয়োজনেই গুরুত্ব পাবে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকারসহ নানা বিষয়ে তরুণদের ভাবনা।

চট্টগ্রামে আয়োজিত প্রথম কর্মসূচিতে অনুষ্ঠিত হবে সেমিনার। এর মূল প্রতিপাদ্য ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’। বিকাল ৩টা থেকে চট্টেশ্বরী রোডের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে এই আয়োজন।

কর্মসূচির পোস্টার

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আলোচক হিসেবে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক আব্দুল্লাহ আল মামুন, কর্নেল ইউনিভার্সিটির লেকচারার জামাল উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন খান, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ, ওরাকলের সিনিয়র ইঞ্জিনিয়ার ম্যানেজার মুনতাসির মুনীর, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, ইউনিভার্সিটি অব ডালাসের শিক্ষক শাফকাত রাব্বী এবং পাঠাওয়ের সিইও ফাহিম আহমেদ। পরদিন ১০ মে চট্টগ্রামেই আয়োজন করা হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।

ধারাবাহিক কর্মসূচির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে খুলনায়। আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার। পরদিন ১৭ মে হবে সমাবেশ। তৃতীয় পর্ব বগুড়ায় ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত হবে। এতে রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিনিধিরা অংশ নেবেন। শেষ পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ মে। যেখানে ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিরা অংশ নেবেন।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই সেমিনারগুলোতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, চিন্তাবিদ, উদ্যোক্তা ও বক্তারা অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনের রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশার তথ্য সংগ্রহ করে দলীয় নীতি ও রূপরেখায় যুক্ত করা হবে।

/এনএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব, প্রধান শিক্ষকের চেয়ার ঝুলছে গাছে
‘বিচার বিভাগে ফ্যাসিবাদের পক্ষে যারা ছিলেন, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে’
ক্লাস করতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
কয়েকশ নেতাকর্মী নিয়ে আ.লীগের নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিলেন নাহিদ
কয়েকশ নেতাকর্মী নিয়ে আ.লীগের নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিলেন নাহিদ
আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল
আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল
বাংলাদেশে আ.লীগের রাজনীতি করার কোনও অধিকার নেই: আসিফ মাহমুদ
বাংলাদেশে আ.লীগের রাজনীতি করার কোনও অধিকার নেই: আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ