X
শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করতে বিএনপির কর্মসূচি শুরু শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৫, ২১:৪০আপডেট : ০৮ মে ২০২৫, ২২:১১

বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও নীতি প্রণয়ন প্রক্রিয়ায় তরুণদের যুক্ত করার লক্ষ্যে দলটি আজ (৮ মে) মাসব্যাপী কর্মসূচি শুরু করছে।

আগামীকাল শুক্রবার (৯ মে) চট্টগ্রামের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম সেমিনার দিয়ে শুরু হচ্ছে এই কর্মসূচি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে এই কর্মসূচি যৌথভাবে আয়োজন করছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এই কর্মসূচির আওতায় ধারাবাহিকভাবে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি আয়োজনেই গুরুত্ব পাবে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকারসহ নানা বিষয়ে তরুণদের ভাবনা।

চট্টগ্রামে আয়োজিত প্রথম কর্মসূচিতে অনুষ্ঠিত হবে সেমিনার। এর মূল প্রতিপাদ্য ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’। বিকাল ৩টা থেকে চট্টেশ্বরী রোডের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে এই আয়োজন।

কর্মসূচির পোস্টার

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আলোচক হিসেবে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক আব্দুল্লাহ আল মামুন, কর্নেল ইউনিভার্সিটির লেকচারার জামাল উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন খান, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ, ওরাকলের সিনিয়র ইঞ্জিনিয়ার ম্যানেজার মুনতাসির মুনীর, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, ইউনিভার্সিটি অব ডালাসের শিক্ষক শাফকাত রাব্বী এবং পাঠাওয়ের সিইও ফাহিম আহমেদ। পরদিন ১০ মে চট্টগ্রামেই আয়োজন করা হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।

ধারাবাহিক কর্মসূচির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে খুলনায়। আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার। পরদিন ১৭ মে হবে সমাবেশ। তৃতীয় পর্ব বগুড়ায় ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত হবে। এতে রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিনিধিরা অংশ নেবেন। শেষ পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ মে। যেখানে ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিরা অংশ নেবেন।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই সেমিনারগুলোতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, চিন্তাবিদ, উদ্যোক্তা ও বক্তারা অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনের রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশার তথ্য সংগ্রহ করে দলীয় নীতি ও রূপরেখায় যুক্ত করা হবে।

/এনএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
এই অভ্যুত্থান যতটা বিএনপির এর চেয়ে বেশি কারও নয়: রুমিন ফারহানা
জামায়াতকে ইঙ্গিত করে সালাহ উদ্দিন‘ওদের একসময়ের রাজনীতি স্বাধীনতার বিরুদ্ধে, আরেক সময় জনগণের বিরুদ্ধে’
ঢাকায় এবি পার্টির প্রতীকী কফিন মার্চ
সর্বশেষ খবর
গোপালগঞ্জে থমথমে অবস্থা, রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল
গোপালগঞ্জে থমথমে অবস্থা, রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল
সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় ২ জামায়াত নেতা নিহত
সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় ২ জামায়াত নেতা নিহত
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণের চেষ্টায় হাজারও দমকলকর্মী
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণের চেষ্টায় হাজারও দমকলকর্মী
আজও রশি টেনে ডিঙিতে পারাপার, ভোগান্তিতে বাঙালি নদীপারের মানুষ
আজও রশি টেনে ডিঙিতে পারাপার, ভোগান্তিতে বাঙালি নদীপারের মানুষ
সর্বাধিক পঠিত
জামায়াতের সম্মেলনকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীদের জন্য প্রশাসনের নির্দেশনা
জামায়াতের সম্মেলনকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীদের জন্য প্রশাসনের নির্দেশনা
সমাবেশের জন্য বিশেষ ট্রেন নিয়ে সমালোচনা: ব্যাখ্যা দিলো রেল কর্তৃপক্ষ
সমাবেশের জন্য বিশেষ ট্রেন নিয়ে সমালোচনা: ব্যাখ্যা দিলো রেল কর্তৃপক্ষ
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
দেশের জন্য সোনালি ভবিষ্যৎ অপেক্ষা করছে: বাণিজ্য উপদেষ্টা
দেশের জন্য সোনালি ভবিষ্যৎ অপেক্ষা করছে: বাণিজ্য উপদেষ্টা
হাইকোর্টে বিচারপতি নিয়োগে প্রথমবারের মতো নেওয়া হলো ভাইভা
হাইকোর্টে বিচারপতি নিয়োগে প্রথমবারের মতো নেওয়া হলো ভাইভা