মহাসমাবেশে পুলিশের বাধার প্রতিবাদ ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই সড়কে অবস্থান নেওয়া শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা।
এরই অংশ হিসেবে বুধবার (১ নভেম্বর) সকাল ৮টায় রাজধানী রামপুরা বিশ্বরোডে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল বের করা হয়।
এ সময় রিজভী বলেন, আমাদের আন্দোলন জনগণের আন্দোলন। গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলন। হুমকি দিয়ে, গুলি করে, হত্যা করে, দমন-নিপীড়ন করে এ আন্দোলন থামানো যাবে না। এবার জনগণের অধিকার প্রতিষ্ঠিত করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।
এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকে নির্দেশে রূপনগর থানার বিএনপি ও সব অঙ্গসংগঠনের নেতারা রূপনগর থানা বেড়িবাঁধ হাইওয়ে অবরোধ করার প্রস্তুতি নিচ্ছে।
এ ছাড়া রাজধানীর কয়েকটি পয়েন্টে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতারা অবরোধ কর্মসূচি পালনে অবস্থান নিয়েছেন।
অবরোধের সমর্থনে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সকাল ৮টার দিকে মিছিল নিয়ে বের হন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করে অবরোধকারীরা। পরে পুলিশকে দেখে তারা পালিয়ে যায়।
অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রধান সড়কে বিএনপির নেতাকর্মীরা পিকেটিং শুরু করেছে বলেও খবর আসছে।