‘কমপ্লিট শাটডাউনে’ সর্বাত্মক সমর্থন বিএনপির

আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষিত সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেছে বিএনপি। বুধবার (১৭ জুলাই) রাতে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এদিন রাত ১০টার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের এ অবস্থান তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও সশস্ত্র ছাত্রলীগের হিংস্র আক্রমণে সাত জন শহীদ হয়েছেন। এছাড়া আজও আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের ওপর র‌্যাব, পুলিশ, বিজিবি ও সোয়াটের ব্যাপক হামলায় অনেকে আহত হয়েছেন।’

‘এই ন্যাক্কারজনক রক্তাক্ত ঘটনায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানানো হয়েছে।’