বিএনপিনেত্রী রুমিন ফারহানার বাসায় হামলার অভিযোগ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার রাজধানীর বাসায় হামলা অভিযোগ উঠেছে।

শনিবার (৩ আগস্ট) দিবাগত রাতে ‘এক দল তরুণ’ এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন রুমিন ফারহানা।

তিনি সাংবাদিকদের জানান, তিনি তার মাকে নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় থাকেন। বাসার সামনে গত কয়েকদিন ধরেই লাঠিসোঁটা নিয়ে আনাগোনা করছিল। আজ রাতে বাসার গেটে ভাঙ্চুর চালিয়েছে তারা।

তিনি জানান, এসময় তিনি বাসায় অবস্থান করছিলেন। পরে পুলিশে ফোন করে সহযোগিতা চান। এরমধ্যে হামলাকারীরা চলে যায়। পরে পুলিশ এসে বাড়ির দাড়োয়ানের সঙ্গে কথা বলে গেছে। আবার কেউ এলে তাদের জানাতে বলে তারা চলে গেছেন।