‘সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা মানুষ মেনে নেবে না’

কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, সংষ্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছেন— বাংলাদেশের মানুষ এটাকে কোনোভাবেই মেনে নেবে না।  আসুন, আমরা সবাই মিলে ঐক্যমতের ভিক্তিতে দেশের সব রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে চলমান যে সংকট রয়েছে, আমরা তার সংস্কার করি।

রবিবার (৫ জানুয়ারি) মিরপুর সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ডে এমডিসি মডেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, আমাদের উন্নয়ন হবে  জনগণের ভাগ্যের উন্নয়ন। বিএনপি ক্ষমতায় আসলে জনগণের সব অধিকার পূরণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হুসাইন খানের সভাপতিত্বে থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমানও যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন— ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক প্রমুখ। 

নেতাকর্মীদের নিয়ে দুপুর ৩টায় পবিত্র কোরআন তেলওয়াতের পরে দলীয় গান গেয়ে কর্মশালাটি শুরু হয়ে নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সন্ধ্যা  সাড়ে ৭টায় পর্যন্ত চলে। রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা নিয়ে নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আমিনুল হক।