সুস্থ হয়ে উঠেছেন বাবর, আজই দুবাই থেকে সৌদি যাচ্ছেন

কারাগার থেকে মুক্ত হয়ে ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। যাওয়ার পথে দুবাইয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যথা অনুভব করায় তাৎক্ষণিক চিকিৎসার জন্য দুবাই হাসপাতালে নেওয়া হয় তাকে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির বলেন, আমি যোগাযোগ করেছি— এখন অনেকটা সুস্থ আছেন লুৎফুজ্জামান। শুক্রবার (৩১ জানুয়ারি) দুবাই থেকে সৌদি আরব রওনা করবেন তিনি। 

লুৎফুজ্জামান বাবর দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন বলে জানান শায়রুল কবির খান।