নির্বাচন বাধাগ্রস্তকারীরা জনগণের শত্রু: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা জনগণের শত্রু। কারণ গণতান্ত্রিক নির্বাচন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

সোমবার (২৪ মার্চ) পিজি হাসপাতাল অডিটোরিয়ামে ঢাকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের জাতীয়তাবাদী চিকিৎসক ও সাবেক শিক্ষার্থীদের ইফতার এবং চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষানের সভাপতিত্ব প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র  ডা. শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হোসেন জীবন প্রমুখ।

খসরু বলেন, হাসিনা পেশীশক্তি ও নির্যাতন- নিপীড়নের মাধ্যমে সঠিক নির্বাচন হতে দেয়নি। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। আর এখন একটি শক্তি ভিন্ন কৌশলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। এতে জুলাই গণঅভ্যুত্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান।

চিকিৎসকদের উদ্দেশ তিনি বলেন, ড্যাবকে গতানুগতিক রাজনীতি করলে হবে না। সময়ের দাবি অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে চট্টগ্রামে মেডিক্যাল কলেজে ব্যাপক উন্নয়ন করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাৎ হোসেন বলেন, ৩৫ বছরের রাজনৈতিক জীবনে মেয়র হতে পারা তার বড় প্রাপ্তি। আগামীতে সবাইকে নিয়ে  ক্লিন চট্টগ্রাম গড়ে তোলা হবে। তিনি চিকিৎসা খাতের বাজেট ১০ শতাংশ করার দাবি জানান।

সভায় আরও বক্তব্য রাখেন— চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ড্যাব সভাপতি প্রফেসর ডা. জসীম উদ্দিন, ড্যাব নেতা ডা. আরিফ আনোয়ার, ডা. খায়রুল, ডা. এম কামাল, প্রফেসর  ডা. এ কে এম আজিজুল হক, ডা. খান আমানুর রহমান সুমন, ডা. খুরশিদ, ডা. শাকিল আহমেদ, ডা. ফয়েজুর রহমান, ডা. সাইফুল্লাহ।