বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী রবিবার (৪ মে) দেশে ফিরছেন। নির্ভরযোগ্য একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, বর্ষীয়ান ও অসুস্থ এই রাজনীতিবিদের জন্য বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থা করা হবে। পুরোপুরি এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া না গেলেও, লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক ও সফরসঙ্গীরা সম্ভাব্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন। খালেদা জিয়ার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুরো বিষয়টি তদারকি করছেন বলে জানা গেছে।
শেষ মুহূর্তে কেন এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায়নি— তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, বৃহস্পতিবার খালেদা জিয়ার সফরসঙ্গীদের একটি তালিকা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তার দুই পুত্রবধূ, সফরসঙ্গী, ব্যক্তিগত কর্মী এবং যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতারা, যাদের মধ্যে কয়েকজনের স্ত্রীও রয়েছেন— তার সঙ্গে এই ফ্লাইটে দেশে ফিরবেন।
উল্লেখ্য, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান। ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসার পর ২৫ জানুয়ারি চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসায় অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্রোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসের মতো বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। তবে, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা ঝুঁকির কথা বিবেচনা করে তার লিভার প্রতিস্থাপন করেনি।
ফ্লাইটের তথ্য
খালেদা জিয়ার লন্ডন থেকে ঢাকায় ফিরবেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে— যার নং বিজি-২০২। সংস্থাটির লন্ডনের কান্ট্রি ম্যানেজার রিয়াদ সুলেমান বাংলা ট্রিবিউনকে ফ্লাইট নম্বর নিশ্চিত করেছেন।