বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, জনগণ বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা ও আস্থার প্রতীক মনে করে। তিনি অবিসংবাদিত নেত্রী। তিনি নেতাকর্মীদের প্রতিশোধপরায়ণ না হওয়ার নির্দেশ দিয়েছেন।
শুক্রবার (২ মে) সকাল ১০টায় জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে পরিবারের কয়েকজন সদস্য থাকবেন। তবে তারেক রহমান এ মুহূর্তে আসবেন না। কখন আসবেন তা এখনই বলা যাচ্ছে না।
শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, অতীতে বহু আন্দোলন-সংগ্রামে শ্রমিকদের অবদান থাকলেও তারা মূল্যায়ন পাননি। অথচ সভ্যতা বিনির্মাণে শ্রমিকদের অনেক ত্যাগ রয়েছে। ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে তাদের অনেকের প্রাণ গেছে। নতুন বাংলাদেশ গড়ার প্রধান কারিগর শ্রমিকরা। গত দুই বছরে প্রতিটি আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তারা।
শিমুল বিশ্বাস বলেন, ১৯৭৮ সালে জিয়াউর রহমান শ্রমিক সমাবেশে যোগ দিয়ে নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দেন। ১৯৯১ সালে খালেদা জিয়া শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়ে নিজেকে শ্রমিকের সহধর্মিণী হিসেবে পরিচয় দিয়ে গর্ববোধ করেন। গত দুই বছর শ্রমিকরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। আগামীতে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ হবে আধুনিক ও সমৃদ্ধ।
মে দিবসে শ্রমিক দলের সমাবেশ গুরুত্ব দিয়ে প্রচার করায় তিনি সব গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান।
কমর্সূচিতে আরও ছিলেন– শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, সহ-সভাপতি মেহেদী আলী খান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজাসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।