চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৬ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
এদিন দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
দলীয় সূত্র জানায়, স্ত্রী রাহাত আরা বেগমের নিয়মিত চিকিৎসার কাজে সিঙ্গাপুরে গেছেন মির্জা ফখরুল। তবে তিনি কবে ফিরবেন তা এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা যায়নি।