মিরপুর-১০ এ জ্যাম লাগিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

চারটি থানা ও চারটি কলেজ ছাত্রদলের স্থগিতাদেশ প্রত্যাহার এবং ভাষানটেক থানা ও ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সঙ্গে অন্তর্ভুক্ত করায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। এতে মিরপুর ১০ এ যান চলাচল ব্যাহত হচ্ছে।

বুধবার (৩০ এপ্রিল) বেলা পৌনে ৬টায় এই মিছিল বের করেন তারা।

ছাত্রদলের আনন্দ মিছিল

এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগ থেকে জানানো হয়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় রাজনৈতিক কর্মসূচি চলমান থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

এদিকে চলাচল ব্যাহত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন যান চালকরা। তারা বলেন, মিরপুর ১০ গোল চত্বরে এমনিতেই লম্বা সিগনাল থাকে। এসব রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ভোগান্তি আরও বেড়ে যায়।