মৎস্য ভবন মোড় ঘিরে কর্মসূচি

সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন ইশরাক সমর্থকরা, সীমাহীন দুর্ভোগ

রাজধানীর মৎস্য ভবন এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো পুরোপুরি বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। এতে করে মৎস্য ভবন মোড়ের চারদিকের যান চলাচল বন্ধ রয়েছে। দিনভর কিছু যানবাহন চলতে দিলেও সন্ধ্যা নাগাদ গাড়ির সামনে মানবপ্রাচীর গড়ে চলাচলে বাধা দিচ্ছেন তারা।

ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর দাবিতে টানা এক সপ্তাহ ধরে নগর ভবন ও সচিবালয় এলাকায় আন্দোলন করছিলেন তার সমর্থকরা।

494575339_938267001658809_5827691627644522589_nবুধবার (২১ মে) সকাল থেকেই মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন তারা। এতে তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেও স্লোগান দিচ্ছেন। সন্ধ্যা ৬টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে এ চিত্র। 

সড়কে যান চলাচল বন্ধের প্রভাব পড়ছে উত্তরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও হেয়ার রোড, পূর্বে কাকরাইল, পশ্চিমে শাহবাগ, কাঁটাবন, বাংলামোটর, টিএসসি, ও দক্ষিণে শিক্ষাভবন ও প্রেসক্লাবের সামনে পর্যন্ত। এসব এলাকায় থমকে রয়েছে শতশত যানবাহন। বিরক্ত হয়ে বেশিরভাগ যাত্রীই হেঁটে গন্তব্যের দিকে রওনা হয়েছেন। গুড়িগুড়ি বৃষ্টিতে হাঁটতে গিয়েও দুর্ভোগে পরেছেন হাজার হাজার মানুষ।

494577791_1902697477170424_2468492646582671057_nএর আগে, মঙ্গলবার (২০ মে) বিকালে আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকে জানান, বুধবার সকাল ১০টা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে আবারও সকাল ১০টায় একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি দেবেন। একইসঙ্গে ঢাকা অচলেরও হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে আজ (বুধবার) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে দাবি আদায় না হওয়া পর্যন্ত সমর্থকদের রাজপথ না ছাড়ার নির্দেশনা দেন ইশরাক হোসেন।