X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার জন্য দুই উপদেষ্টাকে মির্জা ফখরুলের অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৫, ১৪:৫৬আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৯:০০

হাসপাতালে চিকিৎসাধীন শিল্পী ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের দুই উপদেষ্টাকে অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৯ জুলাই) রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনকে দেখতে যান তিনি। এসময় ফরিদা পারভীনের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন মির্জা ফখরুল। তিনি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও আইন উপদেষ্টার সঙ্গে কথা বলেন। তিনি শিল্পীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে দুই উপদেষ্টাকে অনুরোধ জানান। তাকে দেখার পর উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান।

তিনি শিল্পীর শয্যার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং করণীয় জানতে চান। এসময় তার পরিবারের হাতে আর্থিক অনুদান হিসেবে এক লাখ এক হাজার টাকা প্রদান করেন। 

মির্জা ফখরুল বলেন, ‘লালনসংগীতে ফরিদা পারভীন অদ্বিতীয় এবং গোটা বাংলাদেশের মানুষের কাছে লালনসংগীতের প্রিয় শিল্পী তিনি। দীর্ঘকাল ধরে সংগীত জগতে তার যে একচ্ছত্র প্রভাব, সেটা তিনি অক্ষুণ্ণ রেখেছেন।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘‘এই বরেণ্য শিল্পীর সর্বোচ্চ চিকিৎসার জন্য সরকারের দুই উপদেষ্টার সাথে হাসপাতাল থেকে টেলিফোনে কথা বলেছেন মহাসচিব। তিনি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে টেলিফোনে কথা বলেন এবং শিল্পীর চিকিৎসার জন্য তাদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।”

এই সময়ে বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, ‘আমার আহ্বান সরকারের কাছে যে, এরকম একজন গুণী শিল্পী যিনি বিশ্বে সমাদৃত তার চিকিৎসার জন্য তাদের স্পেশাল বোর্ড গঠন করা উচিত এবং অবিলম্বে আমি আহ্বান জানাবো যে, বোর্ড গঠন করে তার সর্বোচ্চ চিকিৎসা বিদেশে দরকার হলে তার ব্যবস্থা করতে হবে… এটা জাতি চায়। আমি অনুরোধ করবো, আহ্বান জানাবো প্রধান উপদেষ্টাকে, তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন তার সর্বোচ্চ চিকিৎসা করা সম্ভব হয়।”

উল্লেখ্য, গত ৫ জুলাই শনিবার সকালে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজে ভর্তি করানোর পর এই শিল্পীকে আইসিইউতে রাখা হয়। ৭০ বছর বয়সী এই শিল্পী শুধু কিডনি সমস্যা নয়, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখতে রাঙামাটি গেছেন রুহুল কবির রিজভী  
দেশকে যত দ্রুত নির্বাচনের ট্র্যাকে ওঠানো যাবে তত মঙ্গল: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো