উপদেষ্টা পরিষদ পুনর্গঠনসহ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। তাছাড়াও বিতর্কিতদের সরিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আহ্বান জানিয়েছি আমরা।

শনিবার (২৪ মে) রাত ৮টা ৫০ মিনিটে যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. মোশাররফ বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। তাই এই সরকারকে প্রথম দিন থেকেই বলে আসছি, গণহত্যাকারীদের বিচার কাজ চলমান থাকবে। যতটুকু বাকি থাকবে তা নির্বাচিত সরকার করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, এখন প্রতিক্রিয়া জানানোর দরকার নাই। ওনাদের (প্রধান উপদেষ্টার দফতর)  সংবাদ সম্মেলনে কী বলে, তারপরে আমরা প্রতিক্রিয়া দেবো। ওনার (প্রধান উপদেষ্টা) প্রেসকে আগে কথা বলতে বলবেন। 

সালাউদ্দিন আহমেদ বলেন, পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি। আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং দুজন ছাত্র উপদেষ্টা, যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে। তাদের বাদ দেওয়ার জন্য আজকেও লিখিত বক্তব্যে দিয়েছি। মুখেও বলেছি।

এ বিষয় কোনও আশ্বাস দিয়েছেন কিনা, জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, আশ্বাস দিয়েছেন, ওনারা দেখবেন। আমরা আমাদের বক্তব্য দিয়েছি।

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মূলত সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটার ওপর আলোচনা হয়েছে। সংস্কারের বিষয়ে আমরা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছেন, সংস্কার যেখানে ঐকমত্যের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে। সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। এখানে কোনও দ্বিমত পোষণ করেননি। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে, এখানে ওনাদের কোনও দ্বিমত নেই। সুতরাং, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। এই আলোচনাও হয়েছে। 

দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়। আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, এক ঘোষণার ফলশ্রুতিতে বাংলাদেশে শান্তিশৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে আসবে।