জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার আমলের সব নির্বাচন বাতিল করতে হবে। সেই সময়ের বিরোধী দলগুলোও এসব নির্বাচন প্রত্যাখ্যান করেছিল। এখন এগুলো আদালতে নিয়ে বিশৃঙ্খলার কোনও মানে হয় না।
শনিবার (২৪ মে) রাতে যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এনসিপির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আলোচনায় আমরা সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছি। বলেছি, তিনি যেন তার ওপর দেওয়া জনগণের দায়িত্ব পালন শেষে বিদায় নেন। আমরা জুলাই ঘোষণাপত্র দ্রুত শেষ করতে বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন, শহীদ পরিবারের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট দায়িত্বের কথা বলেছি।
নাহিদ আরও বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়েছে। তিনি বলেন, আমরা গণহত্যার বিচার, সংস্কার, গণপরিষদ ও আইনসভা নির্বাচন চাই।
দুই ছাত্র উপদেষ্টা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সরকারে গেছেন। তাদেরকে ট্যাগ দেওয়া উদ্দেশ্যমূলক, বলেন তিনি।
এনসিপির আহ্বায়ক বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতিতে আজকে বৈঠক ডাকা হয়েছে। সবাই সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেউ কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তাই তিনি (প্রধান উপদেষ্টা) পদত্যাগের কথা বলেছিলেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।