কিছুটা প্রতারণা করে শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে: ফখরুল

কিছুটা প্রতারণার মাধ্যমে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনা সম্পূর্ণ অন্যায় বলেও তিনি মন্তব্য করেছেন।
মঙ্গলবার দুপুরে শফিক রেহমানকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাগপা আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন।
ফখরুল অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে কেউ লিখলে বা কথা বললেই তাকে গ্রেফতার করা হচ্ছে।

আরও পড়তে পারেন: শফিক রেহমান ষড়যন্ত্র করেছেন তার দলিল আছে: মনিরুল

তিনি বলেন, ‘শফিক রেহমানকে গ্রেফতার করায় আজ পুরো জাতির বিবেক নাড়া দিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।’
তার অভিযোগ, ফখরুদ্দিনের আমলে প্রধানমন্ত্রীসহ অন্যদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অথচ খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা রয়েই গেছে।  সরকার গণতন্ত্রের পোশাক পরে স্বৈরশাসন চালাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য মামলা দায়ের ও গ্রেফতার করছে।
ফখরুল বলেন, শফিক রেহমানকে ৫ দিনের রিমান্ডে নিয়ে সরকার যে নির্যাতন করছে তাতে পুরো জাতি আতঙ্কিত। সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলায় শফিক রেহমানকে গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে।

আরও পড়তে পারেন: যুক্তরাষ্ট্রে বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক রেহমান: তদন্ত কর্মকর্তা হাসান আরাফাতের দাবি

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও শফিক রেহমানসহ আটক সব প্রতিবাদী মানুষের মুক্তি দাবি করেন মির্জা ফখরুল।
সমাবেশে সভাপতিত্ব করেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান।

/এসটিএস/এসটি/