করোনায় আক্রান্তদের সহায়তায় কন্ট্রোল রুম খুলবে জাপা

1জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘করোনায় আক্রান্ত মানুষদের সহায়তা করতে জাতীয় পার্টির পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে। জাতীয় পার্টির করোনা মহামারি প্রতিরোধ সহায়ক কমিটি কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের এই কন্ট্রোল রুম থেকে করোনাভাইরাসে আক্রান্তদের সহায়তা করা হবে।
সোমবার (২২ জুন)দুপুরে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে জীবাণুনাশক স্প্রে গেট ও বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলে এই কমিটি দাফনেও সহায়তা করবে। জেলা ও উপজেলা পর্যায়ে এই কমিটি বিস্তৃত করা হবে। যতদিন করোনা মহামারি থাকবে, ততদিন জাতীয় পার্টির করোনা মহামারি প্রতিরোধ সহায়তা কমিটি মানুষকে সহায়তা করতে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা সহ সারাদেশে এলাকাভিত্তিক টিম গঠন করা হবে। যারা করোনা আক্রান্ত এবং যাদের করোনা উপসর্গ আছে তাদের সর্বাত্মক সহায়তা করবে। এই টিম করোনা আক্রান্তদের টেস্ট করতে সহায়তা করবে, চিকিৎসা সহায়তায় গাইড লাইন দেবে, কারও রিপোর্ট করোনা পজিটিভ এলে তাকে বাসা ও হাসপাতালে চিকিৎসায় সহায়তা করবে।’
কাদের বলেন, ‘ জাতীয় পার্টি জনগণের সেবা করতে চায় এবং সবসময় জনগণের পাশে থাকে। করোনাকালে জাতীয় পার্টি অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
জাতীয় পার্টির করোনা মহামারি প্রতিরোধ সহায়তা কমিটির আহবায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব ডা. মোস্তাফিজুর রহমান আকাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফকরুল আহসান শাহজাদা প্রমুখ।