বাংলাদেশের করোনা টেস্টের রিপোর্ট বিদেশে গ্রহণ করে না: জিএম কাদের

imageদেশের বাইরে বাংলাদেশের করোনা টেস্টের রিপোর্ট গ্রহণ করা হয় না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘দেশে করোনা টেস্ট নিয়ে মারাত্মক কেলেঙ্কারি হয়েছে। তাই এখন আর বিদেশে আমাদের দেশের করোনা টেস্টের রিপোর্ট গ্রহণ করা হয় না। করোনা টেস্টের ভুয়া রিপোর্টের জন্য বিদেশে বাংলাদেশের সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। সুস্থ হয়েও দেশে আটকে পড়া প্রবাসীরা এখন বিদেশে যেতে পারছেন না।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জি এম কাদের বানানী কার্যালয়ে জাতীয় ছাত্রসমাজ আয়োজিত হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্মরণসভায় এসব কথা বলেন। তিনি বলেন, ‘৮ মার্চ বাংলাদেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পরে দেখা গেলো কোনও প্রস্তুতি নেই, সমন্বয় নেই। এখন স্বাস্থ্য সংশ্লিষ্টরা নিজেরাই স্বীকার করছে সমন্বয়হীনতার কথা। পর্যাপ্ত করোনা টেস্টের সুবিধা নেই এবং করোনা চিকিৎসার ব্যবস্থা নেই, এমন হাসপাতালকেও করোনা টেস্টের অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।’

করোনা মোকাবিলায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের জন্য সরকারকে অনুরোধ জানিয়ে জি এম কাদের বলেন, ‘যারা ভুয়া টেস্ট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, যারা অচল মেশিন সরবরাহ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তাদের উপযুক্ত বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রসমাজ আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভায় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ অনেকে।