পানিশূন্য হয়ে পড়েছিলেন রওশন এরশাদ

প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন (পানিশূন্য হয়ে পড়া) হয়েছিল জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদেন। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। আশা করা হচ্ছে আজ শুক্রবার তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বাসায় ফিরবেন। রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

রওশন এরশাদ করোনা নেগেটিভ বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার রাতে রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করানো হয়। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাংবাদিকদের বলেন, ‘আমি শুনেছি, তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে। তবে সেখানে ভর্তি হওয়া বিশেষ কিছু না। আগামীকাল (শুক্রবার) বিস্তারিত জানতে পারবেন।’

জাতীয় পার্টির একাধিক নেতা জানিয়েছেন, রওশন এরশাদ নিয়মিত চেকআপের জন্য সিএমএইচে যান।

আরও পড়ুন- রওশন এরশাদ হাসপাতালে