অকারণে মানুষ গ্রেফতার হচ্ছে: বাবলু

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘দেশে সুশাসন নেই, আইনের শাসন নেই। এখন অকারণেও মানুষ  গ্রেফতার হচ্ছে। হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ।’

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বাবলু বলেন, ‘জাতীয় পার্টি গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে সংগ্রাম করছে। জনসাধারণের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নতুন বাংলাদেশ গড়বে।’

এর আগে, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি এবং জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।