‘গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজে ঘাটতি আছে’

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘হিন্দুদের বাড়ি-ঘর ও পুজামণ্ডপে হামলা ঠেকাতে ব্যর্থতায় মনে হচ্ছে, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজে ঘাটতি আছে। সরকার উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমরা দাবি করছি, তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। দেশের মানুষ উদ্বিগ্ন হয়ে জানতে চায় কে বা কারা এবং কেন এমন ঘৃণ্য ষড়যন্ত্র করছে।’

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় জিএম কাদের এসব কথা বলেন। দলের চিফ প্যাট্টন রওশন এরশাদের রোগমুক্তি কামনা করে এ অনুষ্ঠান করা হয়।

জিএম কাদের বলেন, ‘হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের। দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান এ দেশে ভাই-ভাই হিসেবে বসবাস করেছে। কখনও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে দেশের সম্প্রীতি বিনষ্ট করতে গভীর ষড়যন্ত্র চলছে। একটি মহল অপচেষ্টা চালাচ্ছে সম্প্রীতির দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে। বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাচ্ছে।’

তিনি দাবি করেন, দেশের মানুষ কখনোই সাম্প্রদায়িকতা পছন্দ করে না। দেশের মানুষই সাম্প্রদায়িক ষড়যন্ত্র প্রতিহত করবে। এ দেশকে কেউ কখনোই সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে পারবে না।’

পার্টির নেতাকর্মীদের উদ্দেশে জিএম কাদের বলেন, ‘সব সময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকুন। সংবিধান অনুযায়ী দেশের সব মানুষের সমান অধিকার রয়েছে। কিছু মানুষ অগ্রহণযোগ্য দাবি তুলে পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।’

সভায় আগামীকাল সারাদেশে জাতীয় পার্টির পক্ষ থেকে বেগম রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করতে নির্দেশনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এ সময় বক্তব্য রাখেন, পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, জহিরুল ইসলাম জহির, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের প্রমুখ।