জাপায় নীতিনির্ধারণী বিষয়ে কথা বলবেন দু’জন

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি ছাড়া অন্য কারও বক্তব্য জাতীয় পার্টির নীতিনির্ধারণী বক্তব্য বলে বিবেচিত হবে না। সদ্য বিদায়ী বছরের ২১ ডিসেম্বর দলের প্রেসিডিয়াম সদস্যদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, দলীয় প্রধান হিসেবে দলের নীতিনির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত জানাবেন জি এম কাদের।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি পার্টির মুখপাত্র হিসেবে কাজ করবেন। উল্লেখ্য, এই বিষয়টি আগেও গণমাধ্যমকে অবহিত করা হয়েছে।

জাতীয় পার্টির নীতিনির্ধারণী বিষয়ে দলীয় চেয়ারম্যান ও মহাসচিবের বাইরে কেউ বক্তব্য দিলে তা তার ব্যক্তিগত অভিমত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী বলে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।