বেসরকারি হাসপাতাল উদ্বোধন করে জিএম কাদের

‘হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের নামে ব্যবসা করা উচিত নয়’

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘সরকারি ও বেসরকারি পর্যায়ে দেশে আরও মানসম্মত হাসপাতাল স্থাপন করা উচিত। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের নামে ব্যবসা করা উচিত নয়। দেশের মানুষ যেন চিকিৎসা নিতে দেশের বাইরে না যায় সে জন্য আরও দক্ষ জনবল ও প্রযুক্তি দেশে নিশ্চিত করা উচিত। গরিব মানুষ অর্থের জন্য যেন চিকিৎসাবঞ্চিত না হয় সেদিকে সবাইকে আন্তরিক হতে হবে।’

শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কলেজগেটে মুক্তিযোদ্ধা টাওয়ারে ‘টিজি হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতালের শুভ উদ্বোধন করে এসব কথা বলেন জিএম কাদের। অনুষ্ঠানের শুরুতে টিজি হাসপাতালের চেয়ারম্যান মো. সাহিদুর রহমান টেপা ও ব্যবস্থাপনা পরিচালক লায়ন তাসলিমা গিয়াস শুভেচ্ছা বক্তৃতা করেন।

এ সময় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মোস্তাফা লুৎফুল্লা, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, সফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।