মনোনয়নের নামে ঘুস গ্রহণের অভিযোগ জিএম কাদের বিরুদ্ধে

সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার নামে জি এম কাদের ১৮ কোটি টাকা ঘুস গ্রহণ করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ হলে ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অর্থ আত্মসাৎ করেছেন, অভিযোগ তদন্তে উচ্চ আদালতের নির্দেশনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টির ৪ জন মহিলা সংসদ সদস্যের মনোনয়ন কার্যক্রমে তৎকালীন পার্টি কর্তৃক নির্ধারিত ‘মহিলা সংসদ সদস্য মনোনয়ন বোর্ড’ ১৮ কোটি দশ লাখ টাকা ঘুস গ্রহণ করে। দলের পদবি ও নাম ভাঙিয়ে উল্লেখিত পরিমাণ টাকা ঘুস গ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, জি এম কাদের চেয়ারম্যান হওয়ার পরেই শুরু হয় দলের পদ-পদবি প্রদানের মাধ্যমে অর্থগ্রহণ।

তিনি আরও অভিযোগ করেন, দলের প্রধান অভিজ্ঞ বহু রাজনৈতিক নেতাকে দলের পদ থেকে বহিষ্কার করে শূন্য পদে এবং নতুন পদ সৃষ্টি করে কোটি কোটি টাকা সংগ্রহ করে জি এম কাদের তার আত্মীয়-স্বজনদের কাছে গচ্ছিত রেখেছেন ও বিদেশে প্রচুর অর্থ পাচার করেছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এম এ জাহের, ড. সফি সামস্, মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।