জিএম কাদেরের সঙ্গে ভারতের বাচিক শিল্পী দেবিকা বন্দোপাধ্যায়ের সাক্ষাৎ

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের প্রখ্যাত বাচিক শিল্পী, উপস্থাপক ও দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য দেবিকা বন্দোপাধ্যায়। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের এমপি উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা হয়েছে। সুষ্ঠু ধারার সংস্কৃতি চর্চায় গুরুত্ব আরোপ করেন তারা। এসময় অনির্ধারিত মনোজ্ঞ এক আবৃত্তি অনুষ্ঠানে হয়।  অতিথিদের ক্রেস্ট ও সম্মাননাপত্র দিয়ে সম্মান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এসময় ভারতীয় দূতাবাসের প্রটোকল অফিসার কবি ইফফাত রুপা জামান, বিশিষ্ট লেখিকা আফরোজা খানম তন্দ্রা ও কবি আবিদ হোসেন, জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন উপস্থিত ছিলেন।