দেশে কতিপয় রাজনৈতিক দল জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত: বাবলা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, স্বাধীনতা অর্জনের ৫১ বছর পরও আমাদের দেশে কতিপয় রাজনৈতিক দল জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তাদের কাছে জনস্বার্থ আজ উপেক্ষিত।

রবিবার (২২ জানুয়ারি) রাজধানীর কদমতলী থানার ৪টি ওয়ার্ডে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আবু হোসেন বাবলা বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল যেনতেন উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে বিদেশিদের পেছনে ছুটছেন। বরাবরের মতো আগামী নির্বাচনেও জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।'

সংক্ষিপ্ত বক্তব্যে বাবলা দেশের সব রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষের সেবায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

এসময় তার সঙ্গে ছিলেন শ্যামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, জাপার কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, কাওসার আহমেদ প্রমুখ।